৫নং বাহাদুরাবাদ ইউনিযন পরিষদে তথ্য ও সেবা কন্দ্রে যে সব সেবা পাবেন ।
১/ জন্ম ও মৃত্যু সনদ প্রদান করা হয় ।
২/ সইমোহরী জমির পরচা (cs=40,SA=62,RS=82) আবেদন করা যায় ।
৩/ কম্পিউটার প্রশিক্ষণ ও অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় ।
৪/ স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম পুরন করা হয় ।
৫/ ছবি থেকে ছবি তোলা,লেমিলেটিং,কম্পোজ,ও স্ক্যানিং করা হয় ।
৬/ বিভিন্ন পরিক্ষার ফলাফল পাওয়া যায় ।
৭ / কৃষি সেবা প্রদান করা হয় ।
৮/ ইউনিয়নের সার্বিক তথ্য পাওয়া যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস