দেশের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলোর মতই এই ইউনিয়নে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, এখানকার মানুষ স্বাংস্কৃতিকে ভালবাসে। প্রতি বছরই গ্রামে গঞ্জে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও গানের আসর। সংগঠনগুলোর মাঝে সবচেয়ে ১টি সংগঠন সুনাম অর্জন করে আসছে,সেটি হলো দখিনা হাওয়া সংস্কৃতি সংসদ, বাহাদুরাবাদ বাজার । এ সংগঠনটির অনুষ্টান দেখা যায়। গণসচেতনায় গণনাটক, পথ্য নাটক, জারী, সারী, বাউল শিল্প, মঞ্চ নাটক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও জাতীয় দিবসে এই সংগঠনটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকে।
উল্লেখ যোগ্য নাটকঃ
আসাদুজ্জামান নয়ন এর পরিচালিত নাটক গুলো হচ্ছে
১/ আমাদের ভিলেজ পলিটিক্স
২/ পানিবাবা
মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটকঃ
১/ মুক্তিবাবা
২/ দ্রোহ
নির্মিতব্য নাটক
১/ বিপদ
২/ দ্যা আন্ডার ওয়ার্ল্ড
৩/ আদি মামার শহরযাত্রা
যোগাযোগঃ
আসাদুজ্জামান নয়ন
পরিচালক
দখিনা হা্ওয়া সংস্কৃতিক সংসদ
মোবাইলঃ-০১৭৩৯১৫৪৯২৫
ই-মেইল asaduzzamannoyon@gmail.com
বাহাদুরাবাদ. দেওয়ানগঞ্জ, জামালপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস